Published : 12 Sep 2024, 09:33 PM
মেহেরপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আড়াই কেজির বেশি ওজনের ২৫টি সোনার বারসহ দুইজনকে আটক করা হয়েছে; যাদের পাচারকারী বলছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে উপজেলার আমঝুপিতে ঢাকাগামী জে-আর পরিবহন থেকে তাদের আটক করা হয় বলে ৪৭-বিজিবি কুষ্টিয়া মীরপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান।
আটকরা হলেন- ঢাকা ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, গোপন খবর পেয়ে জে-আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস আটক করে বিজিবির একটি দল। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর শরীর তল্লাশি করে ২৫টি সোনার বার পাওয়া যায়।
জব্দ করা সোনার ওজন দুই দশমিক ৬১৮ কেজি; যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬০ লাখ ২৬ হাজার টাকা বলে জানান তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে মেহেরপুরে নিয়ে আসা হয়েছিল বলে বিজিবি কর্মকর্তা মাহবুব মুর্শেদ জানান।
গত ১০ বছরে মেহেরপুরে জব্দ করা সোনার চালানগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় বলে বিজিবির ভাষ্য।