Published : 31 Jan 2025, 08:45 PM
লক্ষ্মীপুরে বাসার পাশে পানি ভরতি গর্ত থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; যে সবার অগোচরে ঘর থেকে বের হয়েছিল।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় বাসার পাশের গর্তে শিশুটির মরদেহ পায় পরিবার।
দুই বছর বয়সি মাশরাফ সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেনের ছেলে বলে একই ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম জানান।
পরিবারের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে মাশরাফ সবার অগোচরে বাসা থেকে বের হয়ে যায়। পরে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। একপর্যায় সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের একটি পানি ভরতি গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।