Published : 27 May 2025, 02:47 PM
ঢাকার সাভারে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার এসআই কাদের শেখ জানান, মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার কোটবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন তারা।
নিহত দুর্জয় শেখ (৪৫) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের নাজিমউদ্দীনের ছেলে।
তিনি সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া থেকে ঢাকার কাওরান বাজারে কুলির কাজ করতেন।
নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, তার স্বামী সোমবার রাত ১১টার দিকে কাওরান বাজার থেকে বাসায় ফিরে খাবার খান। পরে রাত ১টার দিকে সিগারেট কেনার কথা বলে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফিরে আসেননি।
সকালে স্থানীয়রা বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি।
এসআই কাদের শেখ বলেন, দুর্জয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
পাশাপাশি এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।