Published : 16 Mar 2025, 12:43 AM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ নেতা সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাদুল্লাপুর থানার ওসি মো. তাজ উদ্দিন খন্দকার জানান।
বিপ্লব উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত ফরহাদ খানের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার রাতে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বিপ্লব। এ সময় তাকে অনুসরণ করে উপজেলা শহরের চৌমাথা মোড়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি দল।
ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, “চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।”
২০২৪ সালের ২৬ অগাস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান।
তিনি বলেন, “থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল রোববার তাকে আদালতে পাঠানো হবে।”