Published : 21 Jun 2025, 11:31 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তিন সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমানকে।
বাকি দুই সদস্য হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার।
তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
এ ঘটনায় বৃহস্পতিবার মামলা হয়। বাদীর ভাষ্য, ঘটনাটি ঘটে ২ মে রাতে।
মামলায় বলা হয়, একাধিক ব্যক্তি বাদীকে ধর্ষণ করেন। একইসঙ্গে গোপনে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা হয়। যা তার সামাজিক মর্যাদাহানির উদ্দেশ্যে ইন্টারনেট ও মোবাইল ফোনে প্রচার করা হয়।
মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ ছাড়াও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার রাতেই আদনান ও পার্থকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আদনান ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। সক্রিয় কর্মী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামিও।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ২৪ সালের ৮ মার্চ ছাত্রলীগের দু-পক্ষের সংঘর্ষের অভিযোগে শান্ত তারা আদনানকে ১১ মার্চ হল থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অন্যদিকে, মামলার দুই নম্বর আসামি স্বাগত দাশ পার্থ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন দিক থিয়েটারের কোষাধ্যক্ষ ছিলেন। এ ঘটনার পর তার সাংগঠনিক পদ বাতিল করা হয় বলে সংগঠনটির অফিসিয়াল ফেইসবুক পেইজে পোস্টে জানানো হয়।