Published : 29 May 2025, 01:59 PM
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় উত্তাল হয়ে উঠছে লক্ষ্মীপুরের মেঘনা নদী। এতে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর ফলে লক্ষ্মীপুর থেকে ভোলা যাওয়া ফেরিগুলোর চলাচলও বন্ধ হয়ে গেছে। আটকে যাওয়া একটি ফেরিতে লাশ বহন করা চারটি গাড়ি আছে বলে জানিয়েছেন ভোলা ফেরীঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আতিকুজ্জামান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বলেন, ভোরে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে যায় ফেরি বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া। পরে নদী উত্তাল হয়ে উঠলে সেগুলো ফেরত আসার চেষ্টা করে।
তবে ফেরি বেগম সুফিয়া কামাল মজুচৌধুরীরহাট ঘাটে এসে ভিড়তে পারলেও ফেরি বেগম রোকেয়া কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় আটকা পড়ে। ঘাটে ফেরা সুফিয়া কামালে লাশবাহী চারটি গাড়ি রয়েছে।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-ভোলা রুটে পাঁচটি ফেরি চলাচল করে। নদী উত্তাল হওয়ায় ভোলার ইলিশা ফেরিঘাটে সেগুলো রাখার সুযোগ নেই। তাই বেগম রোকেয়া ছাড়া অন্য চারটি ফেরি মজুচৌধুরীরহাট ঘাটে রয়েছে। নদীতে এখন ভাটা। জোয়ার এলে ফেরি বেগম রোকেয়াও মজুচৌধুরীরহাট ঘাটে ফিরবে।
এদিকে মজুচৌধুরীর হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার সকালে ভোলা-বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নিম্নচাপের কারণে বুধবার রাতে নদীতে সতর্কতা সংকেত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
“তাই লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে চলাচল করা পাঁচটি লঞ্চের মধ্যে তিনটি এখন মজুচৌধুরীরহাট ঘাটে রয়েছে। অন্যদুটি দুইটি বরিশালে আছে।”
আবহাওয়া স্বাভাবিক হয়ে সংকেত উঠে গেলে ফের লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান ট্রাফিক সুপারভাইজার শরীফুল।