Published : 30 May 2025, 02:25 PM
ময়মনসিংহে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শম্ভুগঞ্জ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন জানান।
তিনি বলেন, “চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগি শম্ভুগঞ্জ স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এ ঘটনায় স্টেশনের ১ নম্বর লাইনটি ব্লক হয়ে যায়।
“তবে ২ নম্বর লাইন দিয়ে ময়মনসিংহ-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জারিয়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডে নাজমুল হক খান বলেন, নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি রেখে অন্য বগি নিয়ে ট্রেনটি ময়মনসিংহ এসে পৌঁছেছে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে জন্য রিলিফ ট্রেন রওনা দিয়েছে।
এর আগে ও বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টিতে রেললাইনে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা বাইগনবাড়ী এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
এতে প্রায় ৮ ঘণ্টা ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ ছিল।