Published : 05 Jul 2025, 03:48 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ি এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ১৫-১৬ বছর বয়সী পুরুষ হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে ধারণা বন বিভাগের।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, শুক্রবার রাত ৩টার দিকে কাটাবাড়ি এলাকায় হাতির মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে প্রাণিটির মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।
ময়নাতদন্ত শেষে মাটি চাপা না দেওয়া পর্যন্ত বনবিভাগের কার্যক্রম চলবে বলে জানান তিনি।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বন বিভাগ ও স্থানীয়রা জানান, বন্যহাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ করে না। এ জন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন।
শুক্রবার রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ৮ থেকে ১০টি বন্যহাতির একটি দল ঢুকে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি ওই বেষ্টনীর বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা, স্থানীয় বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঘটনাস্থলে আসে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী রেঞ্জার আল আমিন বলেন, হাতির শুঁড়ে সামান্য পোড়ার মতো দাগ আছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।