Published : 05 Apr 2025, 04:00 PM
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও সরকার উৎখাতে কর্মসূচি গ্রহণের অভিযোগ রয়েছে।
শুক্রবার মধ্যরাতে গাংনী উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাংনী থানার ওসি বানী ইসরাইল।
গ্রেপ্তার খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ৫ অগাস্টের পর চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন তিনি।
মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, খালেকের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা এবং সরকারকে উৎখাতে গোপন সহিংস কর্মসূচি গ্রহণের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ জানায়, ৫ অগাস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তালিকাভুক্ত আসামি খালেক। এ মামলায় ২৪ অক্টোবর গ্রেপ্তার হন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন তিনি।
এরপর থেকে খালেক আবার দলকে সংগঠিত করে বর্তমান সরকারকে উৎখাতের গোপন পরিকল্পনা বাস্তবায়নে নাশকতা সৃষ্টির কর্মসূচি নিয়ে কাজ করছিলেন। তার গতিবিধির উপর নজরদারী শেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে আওয়ামী লীগের এই নেতাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা পরে জানানো হবে বলে জানান গাংনী থানার ওসি বানী ইসরাইল।