Published : 04 Mar 2025, 02:41 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশা ছিনতাইকারী সন্দেহে একটি মাইক্রোবাস আটক করে তিনজনেক গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় ভাঙচুর করা হয়েছে তাদের মাইক্রোবাসটি।
মঙ্গলবার ১০টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড থেকে ওই তিনজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান শ্রীনগর থানার ওসি সাকিল আহমেদ।
আটকরা হলেন- মাইক্রোবাস চালক জুয়েল হোসেন (৪৪), আরোহী বাচ্চু মিয়া (৪৫) এবং হাফিজ মিয়া (৫৫)। হাসপাতালে পুলিশ পাহাড়ায় তাদের চিকিৎসা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বীরতারা থেকে ষোলঘরে দিকে একটি মাইক্রোবাস দ্রুতগতিতে যাচ্ছিল। সন্দেহ হলে স্থানীয়রা কয়েক দফা সেটি থামানোর চেষ্টা করেন। ফোন বিষয়টি ষোলঘর বাসস্ট্যান্ড এলাকার লোকজনকে জানানো হলে, সড়কে অটোরিকশা ও ব্র্যাঞ্চ দিয়ে বন্ধ করে মাইক্রোবাসটির গতিরোধ করা হয়।
পরে মাইক্রোবাস থেকে তিনজনকে নামিয়ে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। সেইসঙ্গে ভাঙচুর করা হয় মাইক্রোবাসটি।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি সাকিল আহমেদ বলেন, “একটি অটোরিকশার সঙ্গে তাদের মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এ কারণে তারা পালানোর চেষ্টা করছিলেন।”
তবে অটোরিকশা চালকদের দাবি, এই মাইক্রোবাসটি দিয়ে এর আগেও অটোরিকশা ছিনতাই করা হয়েছে। সুযোগ বুঝে চালককে জোর করে মাইক্রোবাসে তুলে তাদের একজন অটোরিকশা চালিয়ে নিয়ে যায়।
মাইক্রোবাসটি জব্দের পাশাপাশি যাচাইবাছাই করা হচ্ছে বলে জানান ওসি সাকিল আহমেদ।