Published : 27 Nov 2024, 12:49 AM
কুমিল্লা সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় তরুণকে আটক করা হয়েছে; যিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন বলে ভাষ্য বিজিবির।
এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে সীমান্তের কেরানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান ১০-বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।
আটক মেহেদী হাসান (১৮) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে।
বিকালে লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, সকালে কুমিল্লা ব্যাটালিয়নের আওতায় আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি পোস্টের টহলদল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির টহলদল সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় এক নাগরিককে আটক করে বলে জানান তিনি।
মাদকসহ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই তরুণের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।