Published : 23 Jun 2025, 10:15 PM
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের ‘দুর্নীতির’ প্রতিবাদ ও তার পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন।
সোমবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটির চিকিৎসা সেবা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে অপসারণ করে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ বেলতলীতে ট্রমা হাসপাতাল দ্রুত চালুর দাবি জানান তারা।
দাবি মানা না হলে মেডিকেল কলেজ হাসপাতালের গেইটে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব চৌধুরী, নির্বাহী সদস্য আখতার হোসাইন, ওমর ফারুক চৌধুরী এবং মহানগর সদস্যসচিব মো. নাসির উদ্দিন বক্তব্য দেন।
আব্দুল মোতালেবের অভিযোগ, “বিএনপি নেতা মো. বিল্লাল মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পর কুমিল্লা বাঁচাও মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক মনিরুল হক চৌধুরী হাসপাতালে গিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে কোনো চিকিৎসককে পাননি।
“হাসপাতালের পরিচালক নানাবিধ দুর্নীতির সঙ্গে জড়িত। গত বছরের নভেম্বর থেকে এমআরআই মেশিন এবং সিটি স্কেন মেশিন অচল অবস্থায় পড়ে আছে। এতে রোগীর সেবা বিঘ্নিত হচ্ছে। দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন পরিচালক।”
বিএনপি নেতা আশিকুর রহমান বলেন, “হাসপাতালে রোগীরা কোনও সেবা পাচ্ছে না। পরিচালকের সীমাহীন ‘দুর্নীতি’র কারণে হাসপাতালে শুধু নাই আর নাই শব্দ শোনা যায়।
“রোগীর ওষুধ বিক্রি করে দেন পরিচালক, হাসপাতালের বিভিন্ন মেশিন নষ্ট করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে পরিচালক কমিশন নিচ্ছেন বলে শোনা যায়। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।”
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।