Published : 20 Apr 2025, 05:22 PM
ভোলার মনপুরায় বজ্রপাতে এক কৃষকের চারটিসহ আট গরুর মৃত্যু হয়েছে।
রোববার ভোরে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর মিয়ার ছেলে মিরাজের চারটিসহ কাছাকাছি সময়ে উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে একই কারণে চারটি গরুর মৃত্যু হওয়ার খবর পেয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।
চার গরুর মালিক মো. রিয়াজ বলেন, ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। তখন মুহুর্মুহু বজ্রপাত হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে তার গোয়ালঘরের কাছাকাছি বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা দুটি গাভিন গরু ও কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাড় মারা যায়।
চার গরুর মৃত্যুতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি রিয়াজের।
এছাড়া কাছাকাছি সময়ে বজ্রপাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিজাম কাজীর একটি, ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদিনের একটি, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার রাড়ীর একটি ও সেলিম সর্দারের একটিসহ মোট চারটি গরু মারা যায়।
বজ্রপাতে একই ব্যক্তির চারটিসহ আট গরুর মৃত্যুর খবর পেয়েছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”