Published : 10 Sep 2024, 01:06 PM
খাগড়াছড়ির সদর উপজেলায় চেঙ্গী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শান্তিনগর এলাকা থেকে লাশটি এলাকাবাসীদের সহযোগিতায় উদ্ধার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার এসআই মো. রিয়াজ জানান।
পুলিশ বলছে, মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশটি উদ্ধারের পর তা দেখতে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়।
এসআই রিয়াজ বলেন, “স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। কিন্তু মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ফলে পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, ২ থেকে ৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”
লাশটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।