Published : 07 Oct 2022, 04:49 PM
নিষেধাজ্ঞার সময়ে ইলিশ বহন করে বরিশাল বিমান বন্দরের দুই যাত্রীকে দশ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে।
বরিশাল বিমান বন্দর কর্তৃপক্ষ শুক্রবার তাদের আটক করে বলে জেলার মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানিয়েছেন।
এরা হলেন- আলমগীর ও মানষ।
প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় বরাবরের মতো এ বছরও ৭ থেকে ২৮ অক্টোবর ২২ দিন সারাদেশে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
বিমল বলেন, সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমান বন্দরে আসেন আলমগীর ও মানষ। এ সময় তাদের সঙ্গে থাকা ককশিটের কার্টন স্ক্যান করার সময় আটটি ইলিশ মাছ পাওয়া যায়। নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুইজনকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।
পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা ইলিশ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে বাবুগঞ্জ উপজেলা পরিষদের কর্মী দিপক জানিয়েছেন।
অপরদিকে বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে মাছ শিকারে জাল ফেলা অবস্থায় ছয় জেলেকে আটক করা হয় বলে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, তাদের হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী হাকিম চার জেলেকে এক বছর করে কারাদণ্ড দেন। বাকি দুজন অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- হিজলা উপজেলার পূর্ব খাগেরচর এলাকার সাইফুল মল্লিক (৩০), নাজমুল শিকদার (২৫), নুরুল ইসলাম তালুকদার (২৭) ও চর বিশোর এলাকার কাওসার মোল্লা (২৫)।
এ অভিযানে উদ্ধার পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক বিকাশ।