Published : 16 Feb 2023, 01:30 PM
নদী পথে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে ভিড়েছে। নাব্যতা সঙ্কটের কারণে এটি তীরে ভিড়তে না পারায় বন্দর এলাকায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বুধবার বেলা ১২টায় গঙ্গা বিলাস চিলমারী বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে বিকাল ৪টার দিকে এই বন্দরে নোঙর করে প্রমদতরীটি।
বৃহস্পতিবার সকাল ৭টায় পর্যটকেরা গঙ্গা বিলাস থেকে স্পিডবোটে করে চিলমারী নদীবন্দর রমনা ঘাটে পৌঁছান। এ সময় জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পর্যটকরা সেখান থেকে কিছু সময় নদের সৌন্দর্য উপভোগ করেন।
‘গঙ্গা বিলাস’ যাত্রীদের অভ্যর্থনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুজ্জামান শাহিন, চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রমোদতরীর বিদেশী পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। এরপর আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাত্রি যাপন করবেন। শুক্রবার সকালে চিলমারী নৌ বন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশ্যে রওনা হবে গঙ্গা বিলাস।
গঙ্গা বিলাসের যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ইউএনও জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মাহবুবুর রহমান বলেন, গঙ্গা বিলাসের যাত্রা নির্বিঘ্ন করতে বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে নদী পথে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। দীর্ঘ এ যাত্রাপথে নৌযান সময় নেবে ৫১ দিন।
গত ১১ জানুয়ারি উত্তর প্রদেশের বারানসিতে এই প্রমোদভ্রমণের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ষাট গম্বুজে মুগ্ধ ‘গঙ্গা বিলাসে’র পর্যটক, যাবেন সুন্দরবনে
৫১ দিনে বারানসি থেকে আসাম, মাঝে বাংলাদেশ; প্রস্তুত ‘গঙ্গা বিলাস’
‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে ঘুরবে ৬ দিন
তিনটি ডেকসহ এমভি ‘গঙ্গা বিলাসে’র দৈর্ঘ্য ৬২ মিটার ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির একজন ভ্রমণ করছেন।
এতে জন প্রতি একদিনের টিকেটের দাম পড়ছে ২৪ হাজার ৬৯২ রুপি; যাত্রাপথের মোট ৫১ দিনের ভাড়া ১২ লাখ ৫৯ হাজার রুপি। তবে আলাদা আলাদা প্যাকেজেও পর্যটকরা এই তরীতে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন।