Published : 02 Jun 2025, 07:32 PM
ঢাকার ধামরাই উপজেলার একটি গ্রামে নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
সোমবার উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
নিহতরা হলেন, ওই গ্রামের প্রয়াত ডেকোরেটর ব্যবসায়ী রাজা মিয়ার স্ত্রী নারগিস আক্তার (৪২), তাদের দুই ছেলে মিঠু মিয়া (১৮) ও মো. সোলাইমান (৭)।
মিঠু তার বাবার ব্যবসার হাল ধরেছিলেন। এখন পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
মৃত নারগিস আক্তারের মেয়ে নাছরিন আক্তার বলেন, “আমি আজ দুপুরে মা ও ভাইয়ের মোবাইলে বার বার ফোন করলেও তারা রিসিভ না করায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসি। এসে দেখি, বসতঘরের দরজা বন্ধ। পরে আমি দরজার সামনে গিয়ে মাকে ডাকতে থাকি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি, মাসহ দুই ভাইয়ের লাশ খাটের উপরে পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানায় প্রতিবেশীরা।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, “নারীর মৃতদেহের শরীর মহিলা পুলিশ দিয়ে, দুই ছেলের লাশও পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো বিষাক্ত রাসায়নিকের কারণে অথবা তারা নিজেরাও আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে না।”
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “লাশগুলো খাটের উপরে পড়েছিল। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।”
লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।