Published : 20 Dec 2024, 03:59 PM
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দামড়ি এলাকার সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ কলাবাড়ির বাসিন্দা আবুল হাসিমের ছেলে হাফিজুর রহমান (২০)।
আহত ২১ বছর বয়সী মাহি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
মাহি ছাতক উপজেলার মণ্ডলীভোগ এলাকার হাজী জামিল আহমদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে ওসি হাবিবুর বলেন, “জৈন্তাপুরের লাল শাপলার বিল থেকে সিলেটে ফেরার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুইজন নিহত হন।
“পরে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।”
দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটিতে ছাতক উপজেলার ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীসভার একটি ব্যানার পাওয়া গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তবে নিহতরা বিএনপির নেতাকর্মী কি-না সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।