Published : 28 Jan 2025, 05:50 PM
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণ যশোরেও রেল চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে যাত্রীরা যশোর স্টেশনে এসে ট্রেন না পেয়ে ভোগান্তিতে পড়েন। তাদের অনেকের আগাম টিকেট সংগ্রহ করা ছিল।
যশোর রেলওয়ে স্টেশনের মাস্টার আয়নাল হোসেন বলেন, “যারা স্টেশন থেকে টিকেট কেটেছেন, তাদের টাকা কাউন্টার থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন, তারা টাকা রিফান্ড করা হচ্ছে।”
এ সময় ট্রেন না পেয়ে অনেক যাত্রীকে বিকল্প পথে বিভিন্ন পরিবহনে করে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।
সকালে যশোর রেল স্টেশনে আসা যাত্রীরা ট্রেন বন্ধের বিষয়টি জানতেন না। পরে স্টেশনের টিকেট কাউন্টার থেকে তাদের জানানো হয়, মঙ্গলবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
সেখানে জিয়াদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাবেন বলে স্টেশনে এসেছিলেন। পরে ট্রেন চলাচল বন্ধ থাকার খবর জানতে পারেন।
একই কথা জানালেন কামরুল ইসলাম নামর আরেক যাত্রী। তিনি খুলনায় যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বন্ধ থাকার কথা।
কামরুল বলছিলেন, “খুলনা যাওয়ার খুব জরুরি ছিল। এখন শুনি যে, ট্রেন আসবে না।”
অনলাইনে টিকিট কেটে ছিলেন সজিবুর রহমান। ট্রেন আসবে না শুনেই ছুটলেন টিকেট কাউন্টারে।
সেখানে থেকে ফিরে আসার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কাউন্টার থেকে জানিয়েছে, অনলাইনে কাটা টিকিটের টাকা রিফান্ড হয়ে যাবে।”