Published : 17 Nov 2024, 11:51 AM
নাব্য সংকটের কারণে আবারো মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে যমুনা নদীর এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ।
চলতি নভেম্বর মাসে এটি তৃতীয়বারের মতো এই রুটে ফেরি চলাচল বন্ধ করার ঘটনা। এর আগে ১ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা এবং ৮ নভেম্বর শুক্রবার রাত ১১টা থেকে ৬১ ঘণ্টার বেশি এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, “আরিচা এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি ফেরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরি ঘাটটি। পরে দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল।
কিন্তু নৌপথের নাব্য সংকটের কারণে বারবার ফেরি বন্ধ হওয়ায় এই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষায় থেকে পণ্যবাহী ট্রাকের চালক সহকারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এছাড়া এই রুটের যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হলে সময় ও খরচ অনেক বেড়ে যায়।
পুরানো খবর-
নাব্য সংকট: ৬১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু
আবারও আরিচা-কাজিরহাট রুটে ফেরি বন্ধ, ট্রাকের দীর্ঘ সারি