Published : 01 Jul 2023, 11:16 PM
উজানের ঢল ও অব্যাহত বৃষ্টির কারণে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে।
তবে তিস্তা নদীর পানি বেশ বাড়লেও তা বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা করছেন মানুষজন।
শনিবার সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবগুলো নদ-নদীর পানি পুনরায় নতুন করে বাড়ছে। তবে এখনই বন্যা পরিস্থিতি কোনো আশঙ্কা নেই।
ধরলা নদী তীরবর্তী পাঁচগাছি এলাকার পটল চাষি জসিম মিয়া বলেন, “কয়দিন আগে নদীর পানি বেড়ে পটল খেত তলিয়ে গেছে। পানি কমতে থাকলেও গতকাল (শুক্রবার) থেকে আবার পানি বাড়ায় চিন্তায় পড়লাম।”
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৗশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “উজানের পানির ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়লেও এখন বন্যা পরিস্থিতি তৈরির কোনো শঙ্কা নেই।”