Published : 28 Aug 2023, 12:32 AM
দুই ছেলের বিবাদ থামাতে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে এক ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে; আহত অবস্থায় মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বেলকুচি উপজেলার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে বলে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান।
নিহত আশরাফ আলী (৬২) কৃষি কাজ করতেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ছেলে রিকশাভ্যানের চালক মুছা শেখকে আটক করার কথা জানিয়েছেন ওসি।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে আশরাফ আলীর বাড়িতে প্রায়ই ঝগড়া বিবাদ হত। রোববার তার দুই ছেলে মুছা ও হারুনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে তাদের থামাতে বাবা ও মা এগিয়ে গেলে বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে তাদের পিটুনি দেন বলে অন্যদের অভিযোগ।
এতে ঘটনাস্থলেই বাবা আশরাফ আলীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত মা শাহিদা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেছেন।
নিহতের মেয়ে রাবেয়া খাতুন এ ঘটনায় ভাইয়ের বিচার দাবি করেছেন।
এনায়েতপুর থানার ওসি জানান, ঘটনা সম্পর্কে জানতে নিহতের ছোট ছেলে হারুনকে থানায় আনা হয়েছে। নিহতের লাশ থানায় রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।