Published : 09 Jul 2024, 09:45 AM
বগুড়ায় বাসের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন।
মঙ্গলবার সকালে শহরতলীর বনানীতে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কুন্দুরহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী জানান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন ও শামীম হোসেন এবং কভার্ডভ্যান চালক বরিশালের হিজলা উপজেলার হৃদয়।
নিহত আরেকজন নারী বলে পুলিশ জানালেও তার নাম-পরিচয় জানাতে পারেনি।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আব্বাস আলী বলেন, “ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।”
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।