Published : 30 Aug 2024, 10:04 PM
আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া সব নেতাকর্মীর অবস্থান পরিষ্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার বিকালে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘আমরা গুম পরিবারের’ ডাকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আরিফুল হক বলেন, “শেখ হাসিনার পতনের পর আমরা আশা করেছিলাম, আয়না ঘর থেকে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ এবং আনসার আলীকে ফিরে পাব।
“কিন্তু আমরা তাদেরকে না পেয়ে হতাশ হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অনতিবিলম্বে গুম হওয়া সব নেতাদের অবস্থান পরিষ্কার করুন, তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ সরকারের লোকজন ইলিয়াস আলীকে গুম করে রেখেছেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “জাতিসংঘ ঘোষিত গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেনি আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনার মদদে সাতশর বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে।
“বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে। আমরা এটিকে স্বাগত জানাই। ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পেতে অপেক্ষার প্রহর গুণছেন স্বজনরা। আশায় আছি, নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরে পাব।”
গুম হওয়া ছাত্রদলের সাবেক নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বক্তব্য দেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সঞ্চালনায় গুম হওয়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন ছাত্রদল নেতা জুনেদ আহমদের ভাই হাসান মঈনুদ্দিন আহমদ মঈনুল এবং ইফতেখার আহমদ দিনারের ভাগ্নে ঈশান আহমদ।