Published : 06 May 2023, 09:05 PM
মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার ও লালপুর এলাকা থেকে জব্দ পাঙ্গাসের ৩০ মণ পোনা এতিমখানায় দিয়েছে কোস্টগার্ড।
অভিযানে পাঙ্গাসের পোনা ছাড়াও ইঞ্জিনচালিত নৌকা ও পাঙ্গাস ধরার তিনটি ফাঁদ (চাই) জব্দ করে কোস্টগার্ড।
শনিবার সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালায় বলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান।
তিনি বলেন, পোনা ধরার সঙ্গে জড়িতরা নদীর পাড়ে নৌকা রেখে পালিয়ে যান।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক উপস্থিত ছিলেন।
খন্দকার মুনিফ তকি আরও বলেন, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ ও চাইগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।