Published : 08 Aug 2024, 07:29 PM
ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে নগরীর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, যে উদ্দেশে দেশকে নতুন করে ছাত্র-জনতা মুক্ত করল, সেই উদ্দেশ্য যাতে কোনোভাবেই ভূলুণ্ঠিত না হয়, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে নতুনভাবে সংস্কার করে এগিয়ে নিতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ব্যক্তি স্বার্থে কারো ওপর হামলা, প্রতিষ্ঠান লুটপাট করা যাবে না। নষ্ট করা যাবে না দেশের সম্পদ।
বক্তারা বলেন, ছাত্ররা যে বিজয় ছিনিয়ে এনেছেন, সেই বিজয় কোনোভাবে নস্যাৎ হউক এমন কিছু করা যাবে না। ছাত্ররা ইতোমধ্যে সড়কে ট্রাফিকের ভূমিকা এবং সড়ক পরিষ্কার করছেন; যা অবশ্যই একটি ভালো দৃষ্টান্ত।
মানববন্ধনে রংপুর জেলা সুজনের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সুশান্ত চন্দ্র খা, বর্তমান কমিটির সভাপতি মঞ্জুশ্রী সাহা, বাপা রংপুরের সদস্যসচিব রসিদুস সুলতান বাবলু, সুজন মহানগরের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হায়দার স্বাধীন, হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, ইয়ুথ লিডার মনোয়ারা মুন্নি এবং ইফফাত জাহানারা বক্তব্য দেন।
মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।