Published : 13 Mar 2025, 01:11 PM
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি স্বর্ণের দোকান পুড়ে গেছে।
এতে অন্তত ১৫ লাখ টাকারয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের একজন দাবি করেছেন।
বৃহস্পতিবার ভোররাতে শহরের স্বর্ণপট্টিতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান।
তবে এতে কারও হতাহরেতর খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মালেক আলী বলেন, “স্বর্ণপট্টির শাহজাহান মুন্সীর ‘আল মদিনা জুয়েলার্সে’ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে।
“এ সময় পাশের অসিত বিশ্বাসের মালিকানাদীন ‘মা তারা জুয়েলার্সে’ আগুন লেগে যায় এবং দুটি স্বর্ণের দোকানই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
ক্ষতিগ্রস্ত মা তারা জুয়েলার্সের মালিক অসিত বিশ্বাস বলেন, “আগুনে দুটি দোকানের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”