Published : 08 May 2024, 01:43 PM
এক প্রার্থীর পক্ষে জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।
জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল আলম জানান, বুধবার বেলা ১২টার দিকে উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়।
কারণ জানতে চাইলে তিনি বলেন, “ওই কেন্দ্রে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জোর করে ব্যালট পেপারে সিল দেওয়ার অভিযোগ উঠেছে। যার ফলে কেন্দ্রটির ভোট সাময়িক স্থগিত করা হয়েছে।”
লক্ষীছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী সুপার জ্যোতি চাকমার অভিযোগ, ”সকাল থেকে কেন্দ্র দখল করে আওয়ামী সমর্থিত প্রাথী সাথোয়াইঅং মারমার লোকজন জোর করে ব্যালটে সিল মেরেছে। এ সময় তার লোকজন প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়।
“কেন্দ্রটি সাময়িক স্থগিত করা হয়েছে। আমি চাই পুরোপুরি কেন্দ্রটি স্থগিত করা হোক।”
অভিযোগ অস্বীকার করে আওয়ামী সমর্থিত প্রাথী সাথোয়াইঅং মারমা বলেন, “লক্ষ্মীছড়ি উপজেলায় বর্মাছড়ি ইউনিয়নের তিনটি কেন্দ্র এবং সদর ইউনিয়নের একটি কেন্দ্র সুপার জ্যোতি চাকমার সর্মথকরা দখল করে ভোট দিয়েছে।”
এদিকে অস্ত্র দেখিয়ে ফুটবল প্রতীকের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী অয়ক্রইপ্রু মারমাকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে এ ঘটনা ঘটে বলে ওই প্রার্থী নিজেই অভিযোগ করেছেন।
অয়ক্রইপ্রু মারমা বলেন, “কেন্দ্রে প্রকাশ্যে অস্ত্রধারীরা আমাকে হুমকি দিয়েছে। আমার নিজের ব্যালট কেড়ে নিয়েছে।“