Published : 07 Aug 2024, 01:10 AM
চাঁদপুরে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ ও সড়ক পরিষ্কার করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে চলে কর্মসূচি। এ ছাড়া বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিজয় মিছিল বের হয়।
শহর ঘুরে দেখা যায়, যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। তারা শহরের বাসস্ট্যান্ড, ইলিশ চত্বর, শপথ চত্বর, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছেন। যানবাহন চালকদের হাতজোড় করে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন।
এদিকে আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা শিক্ষার্থীরা দলবেঁধে পরিষ্কার করে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে যেসব সড়ক অপরিচ্ছন্ন ছিল, সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
বিশেষ করে চাঁদপুর জেলার কোথাও যেন হামলা ও লুটপাট না হয়, সেজন্য মাইকিং করেছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটির নেতারা।
সমন্বয়ক নাদিম পাটোয়ারী বলেন, “আমরা সোমবার সন্ধ্যা থেকেই ঘোষণা দিচ্ছি কেউ যাতে হামলা, লুটপাট না করে। আমরা স্বৈরাচার নই। তাই আমাদের দেশ আমাদেরকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। স্বৈরাচারের ফেলে যাওয়া ক্ষতচিহ্ন মুছে ফেলতে হবে।”