Published : 09 Oct 2024, 12:30 PM
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সদ্য সাবেক হওয়া মেয়র বিল্লাল হোসেন সরকারকে হত্যাসহ আটটি মামলায় গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাতে ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন সরকার (৫৮) মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মনিরাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করার গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষসহ নানা অভিযোগে থানা ও আদালতে আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন।
ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।