Published : 24 Jan 2025, 07:56 PM
ফেনীর সোনাগাজী উপজেলায় রেলওয়ে স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সোনাগাজী সদর ইউনিয়নের চর সাহাপুর ও সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন-জসিম উদ্দিন (৪০), নুরুন্নবী রনি (৩০) ও রহিমুল্লাহ ওরফে আশিক নিয়াজী ওরফে রহিম (৩৩)।
পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দখল বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তাদের মধ্যে জসিম উপজেলার চর সাহাপুর গ্রামের আবু আহম্মদ ওরফে রসুল আহম্মদের ছেলে, নুরুন্নবী একই গ্রামের নুরুজ্জামানের ও রহিমুল্লাহ চর সোনাপুর গ্রামের খায়েজ আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, ফেনী রেলস্টেশনের স্টেশান মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন ২১ জানুয়ারি তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সোনাগাজীর মুহুরী প্রজেক্টে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ছিনতাইকারীরা তাদের জিম্মি করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। ইমাম চাঁদা দিতে রাজি না হওয়ায় ছিনতাইকারীরা তাকে মারধর ও ছুরিকাঘাত করে নগদ ৩৫ হাজার টাকা, স্ত্রীর দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ও মোটরসাইকেল নিয়ে যায়।
এরপর তারা সোনাপুর বাজারে নিয়ে ইমামের এটিএম কার্ড দিয়ে বুথ থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় লোকজন জড়ো হলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরদিন আশিক নামে একজন স্টেশন মাস্টারের মোবাইল ফোনে কল করে ফের ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ২২ জানুয়ারি ইমাম বাদি হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ওসি বায়েজিদ বলেন, “ওই মামলায় এজহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশ বৃহস্পতিবার রাতভর অভিযান চালায়। পরে আশিককে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
“পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে জসিম ও রনি আরও দুজনকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়।”