Published : 16 Jul 2024, 11:21 AM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান।
গ্রেপ্তার ৪৮ বছর বয়সী ইব্রাহীম সরকার খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক৷
মামলার বরাতে ওসি বলেন, “ভুক্তভোগী নারীর বাবার বাড়ি আওয়ামী লীগ নেতা ইব্রাহীমের বাড়ির পাশে৷ ওই নারী কয়েক মাস ধরে বাবার বাড়িতে ছিলেন৷
“গত ১৩ জুলাই বিকালে ইব্রাহীম ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।”
এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।