Published : 04 Jun 2025, 02:09 PM
পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরি ঘাটের র্যাম তলিয়ে গেছে; এতে সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে ঘাটটি। তবে ৩ ও ৪ নম্বর ঘাট চালু রয়েছে।
বুধবার সকাল থেকে এই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটটি বন্ধ রয়েছে। ঘাটের র্যাম পানিতে তলিয়ে যাওয়ায় তা রেকার দিয়ে তোলার চেষ্টা করছেন কয়েকজন শ্রমিক। পানি বাড়ার কারণে ঘাট নিম্ন স্তর থেকে মধ্য স্তরের ওঠানো হচ্ছে।
এদিকে ফেরি ঘাটটি বন্ধ থাকলেও এর কোনো প্রভাব পড়েনি। ঘাট এলাকায় কোনো যানজট, নেই ভোগান্তি। তবে অন্য দুটি ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
স্থানীয় সোলেমান মোল্লা বলেন, “সকালে ঘাটে এসে দেখি সাত নম্বর ঘাটের র্যাম পানিতে তলিয়ে গেছে। ফেরি ভিড়লেও গাড়ি ওঠা নামা করতে পারছে না। পরে কর্তৃপক্ষ ঘাটটি বন্ধ করে দেয়। এখন কাজ চলছে।”
ঝিনাইদহ থেকে আসা পশুবাহী ট্রাক চালক আবুল কাশেম বলেন, “ঘাট একদম ফাঁকা। কোনো ভোগান্তি নাই। আসার সঙ্গে সঙ্গে ফেরিতে উঠতে পারছি। প্রথমে সাত নম্বর ঘাটে গিয়ে দেখি ঘাট বন্ধ। পরে তিন নম্বর ঘট থেকে ফেরিতে উঠি।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, ওই ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করতে পারছিল না। সকাল থেকে ঘাট মেরামতের জন্য কাজ চলছে। সাময়িক সময়ের জন্য ঘাটটি বন্ধ রাখা হয়েছে। বিকালের মধ্যে ঘাটটি সচল করা হয়ে যাবে।
তবে ৭ নম্বর ঘাটটি বন্ধ থাকলেও ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।