Published : 02 Dec 2024, 11:51 AM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৪ বোতল ভারতীয় বিয়ারসহ একজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
রোববার রাতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাংটিয়া এলাকা থেকে বিকাল ৪টায় মো. জব্বার মিয়াকে গ্রেপ্তার করা হয়।
১৯ বছর বয়সী জব্বার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমচুরা গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বস্তায় করে ২৪ বোতল ভারতীয় বিয়ার নিয়ে রাংটিয়া এলাকায় একজনের অবস্থানের গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় ওই ২৪ বোতল বিয়ারসহ জব্বারকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।