Published : 05 Oct 2023, 11:50 PM
বিএনপির রোডমার্চ উপলক্ষে ফেনীর সভাস্থল থেকে বেশ কয়েকজনের মোবাইল চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চের মহাসড়কে মহিপাল ফ্লাইওভারের অদূরে নজির আহম্মেদ সিএনজি ফিলিং স্টেশনে পাশে পথসভার মঞ্চ তৈরি করা হয়।
সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে সভাস্থলে উপস্থিত সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীর পকেট থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, “রোডমার্চের পথসভা থেকে মোবাইল ফোন খোয়া যাওয়ার বিষয়ে রাত ৮টা পর্যন্ত থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”
ফেনী মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই বিউটি রানী দাস বলেন, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় সোলায়মান হাজারী ডালিম, ইশতিয়াক ভূঞা, শামীম হোসেন, শাহ আলম, চুমকি রানী দাসসহ আরও কয়েকজন জিডি করেছেন।
ভুক্তভোগী স্থানীয় সাংবাদিক সোলায়মান হাজারী ডালিম বলেন, “সভা মঞ্চের সামনে দাঁড়িয়ে আমি নেতাদের বক্তব্য লিখছিলাম। এসময় একদল লোক শরীরের ধাক্কা মারে। এর পরেই পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইল ফোনটি নেই।”
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন বলেন, “আজ অনেক মানুষের মোবাইল চুরি হয়েছে।”
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া বলেন, “কিছু লোক ভিড়ের মধ্যে ওত পেতে থাকে চুরির জন্য। সুযোগ পেলেই তারা মানুষের পকেটে হাত ঢুকিয়ে দেয়।”