Published : 23 May 2025, 04:04 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অপহরণসহ ২৭টি মামলা দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম।
শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার বর্ণি ইউনিয়নের গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে তাহিন শেখ (২৬) এবং একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে হামিম শেখ (২৩)।
তাদের মধ্যে তাহিন শেখের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ ১৫টি এবং একই অভিযোগে হামিম শেখের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
ওসি খোরশেদ আলম বলেন, গোপন খবর পেয়ে রাতে নিয়ামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাহিন শেখ ও হামিম শেখকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।