Published : 22 Jun 2024, 05:30 PM
বান্দরবানের আলীকদম উপজেলায় ঘুরতে গিয়ে এক মেডিকেল শিক্ষার্থী মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার লামা থানা ওসি শেখ শামীম জানান, উপজেলার মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে শুক্রবার রাতে খিঁচুনি উঠে ওই শিক্ষার্থীর। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইফতেখারুল আহমেদ আবিদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওই ভ্রমণ দলের এক সদস্য নাফিজ হাসান আবিদ বলেন, ঈদের ছুটি উপলক্ষ্যে শুক্রবার টাঙ্গাইলের কালিহাতি থেকে তারা ১২ জন বন্ধু মিলে বান্দরবানের আলীকদমে ঘুরতে আসেন। রাতে মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করেন তারা।
তিনি বলেন, “হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে আবিদের খিঁচুনি উঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুনাইয়েদ বলেন, “হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।”
ওসি শামীম বলেন, মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।