Published : 31 May 2025, 01:21 AM
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জোনের সহকারী কোষাধ্যক্ষ মো. জনি বাবুর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জনি বাবুর বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে। উপজেলা পরিষদের অদুরে ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন তিনি।
ওই অফিসের নৈশ প্রহরী আবু তাহের মিয়া বলেন, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা মোড়ের একটি ফটোকপির দোকানের কর্মচারী খলিল মিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের দ্বিতীয় তলায় জনি বাবুর অফিস কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে খলিল মিয়া বিষয়টি তাকে জানান।
তিনি বলেন, পরে বিষয়টি তিনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত আনছার ব্যাটেলিয়ান সদস্যদের অবগত করেন।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি বলেন, কিছুদিন আগে উপজেলার জয়েনপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে নাজু মিয়ার কাছ থেকে জনি বাবু বেশ কিছু টাকা ধার নেন। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করতে পারেন নাই। এদিকে দাদন ব্যবসায়ী নাজু টাকা ফেরত না পেয়ে সুকৌশলে জনি বাবুর প্রথম স্ত্রীকে সম্প্রতি ভাগিয়ে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে, “এ ঘটনায় জনি বাবু আত্মহত্যা করেছেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।”