Published : 14 Jul 2024, 02:16 PM
যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীকে নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় ছুরিকাঘাত করা হয়েছে তার ১২ বছরের মেয়েকেও।
উপজেলার নওয়ালী গ্রামে রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান।
চুরি করতে গিয়ে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা। তবে পুলিশ বলছে, এ বিষয়ে তারা নিশ্চিত নয়।
নিহত ৫০ বছর বয়সী ফেরদৌসী খাতুন ওই এলাকার স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী।
তার মেয়ে জান্নাতি খাতুন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের দেবর মিজানুর রহমান মিন্টু বলেন, “ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রান্না ঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকে। এ সময় ভাবি টের পেয়ে যাওয়ায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
তিনি বলেন, “দুর্বৃত্তরা আমার ভাতিজি জান্নাতিও ছুরিকাঘাত করে আহত করেছে। তার চিৎিকারেই আমরা গিয়ে দেখি ভাবি ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে।”
ওসি কামাল বলেন, “রান্না ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে।
“চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কি-না এটা আমরা নিশ্চিত না। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটলো সেটি আমরা তদন্ত করছি। দৃর্বৃত্তদের চিনে ফেলায় তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।