Published : 30 Oct 2024, 04:35 PM
সিলেটে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের গেইটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছেন।
বুধবার সকালে নগরীর উপশহর এলাকার বেসরকারি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরাণ (র.) থানার ওসি মো. মনির হোসেন জানান।
ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রাহকের বুঝিয়ে তালা খুলে দেয়। প্রায় এক ঘণ্টার মত তালা বন্ধ ছিল। এ সময় গ্রাহকেরা ব্যাংকের বাইরে বিক্ষোভ করেন।
“এ বিষয়ে ব্যাংকের এমডির সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত এ সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন।”
ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখায় ব্যবস্থাপক সাব্বির হাসান বলেন, “তারল্য সংকটের কারণে গ্রাহকদের চাহিদা মত টাকা দিতে পারছি না। সেটা থেকেই গ্রাহকরা তালা দিয়েছিলেন।
“তারপর প্রশাসনের লোক এসে তালা খুলে দিয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যা সমাধানে চেষ্টা করছে।”
ফয়জুল কয়েস নামে ব্যাংকের এক গ্রাহক বলেন, “টাকা জমা নিচ্ছেন কিন্তু গ্রাহকের টাকা দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। কেউ ৫ লাখ জমা দিচ্ছেন। কিন্তু টাকা তুলতে গেলে বলে টাকা নাই। চিকিৎসার জন্য টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা। এটা তাদের সঙ্গে প্রতারণা।"
গ্রাহক আলম জুবের বলেন, “নয় লাখ টাকা সঞ্চয়পত্র থেকে জমা হয়েছে। কিন্তু কোনো টাকা তুলতে পারছি না। ব্যাংকে আসলে বলছে টাকা নাই। বিদেশ থেকেও টাকা পাঠালে টাকা দেওয়া হচ্ছে না গ্রাহকের। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।"