Published : 21 Sep 2024, 08:40 PM
ঢাকার আশুলিয়া তৈরি পোশাক খাতে ভাঙচুর, শ্রমিক উসকানি, সড়ক অবরোধের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে তারা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের রাজনীতিতে জড়িত।
শুক্রবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জামগড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন দুপুরে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক তাদের বিষয়ে জানান।
এই পাঁচজনের মধ্যে আছেন ধামরাইল থানার মোকামটুলা গ্রামের লাবু খানের হাবিব খান, যাকে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বলছেন আশুলিয়ার ওসি।
আছেন আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলকাছ মোল্লা যাকে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলা হয়েছে।
আরেকজন নিশ্চিন্তপুরেরই আজাহারুল ইসলাম, যাবে ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বলা হয়েছে।
আছেন লালমনিরহাট জেলা সদরের হারিভাঙ্গা গ্রামের মজিদুল ইসলাম, যাকে বলা হচ্ছে আওয়ামী লীগের কর্মী এবং অপরজন হলেন আশুলিয়ার পবনারটেক এলাকার রাসেল তালুকদার, যাকে ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া হয়েছে।
ওসি আবু বকর সিদ্দিক বলেন, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার ইউফোরিয়া অ্যাপারেলসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা র্যাবের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়, ভাঙচুর করে সেনাবাহিনীর গাড়ি।
পরদিন পুলিশ এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করে। সেই মামলায় এই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “শ্রমিক আন্দোলনের উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।”