Published : 13 Jun 2025, 03:08 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দনী গ্রামে এ হামলার পর শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজে হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন।
নিহত ৫৫ বছরের আবু সিদ্দিক ঢালী চান্দনী গ্রামের সফি উদ্দিন ঢালীর ছেলে।
নিহতের বড় ভাই আবু আলম ঢালী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরছিল আবু সিদ্দিক ঢালি। পথে পূর্বশত্রুতার জের ধরে মিন্টু ছৈয়ালসহ ১০-১২ জন মিলে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিদ্দিককে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার ১০টায় সে মারা যায়।
নিহতের মা আমির জান বিবি বলেন, “আমার নিরঅপরাধ ছেলেকে যে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।”
নিহতের ছোট ভাই জুলহাস ঢালী বলেন, “আমার ভাইয়ের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। অন্যায়ভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি এর বিচার চাই।”
এ ব্যাপারে ওসি মো. আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।