Published : 17 Feb 2025, 12:00 PM
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে ব্যাটারিচালিত ভ্যান চুরির অভিযোগ তুলে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান।
নির্যাতনের শিকার ২৬ বছর বয়সী ওই যুবকের নাম ইকবাল হোসেন। তার বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে; বাবার নাম সাইফুল ইসলাম। সরকারের দেওয়া ঘরে থাকে সে।
ইকবাল মাদকসক্ত বলে স্থানীয় লোকজনের দাবি। তারা বলছে, সে লোকজনের কাছ থেকে টাকা চায়। তবে তাকে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার বেলা দেড়টার দিকে ইকবাল হেঁটে বাগমারা উপজেলা ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার দাসপাড়া গ্রামের জালাল উদ্দিন তার হারিয়ে যাওয়া ভ্যান চুরির অভিযোগে তুলে ইকবালকে আটক করেন। পরে ভবানীগঞ্জ বাজারে নিয়ে তাকে একটি মিষ্টির দোকানে আটকে রেখে মারধর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে। এ সময় বাজারের লোকজন সেখানে ভিড় করে তারাও মারধরে অংশ নেন। বাজারে ৩০ মিনিট ধরে পিটুনির পর ভিড় এড়াতে ইকবালকে বাজারের আলুহাটায় উন্মুক্ত স্থানে নিয়ে আসেন বিক্ষুব্ধ লোকজন। সেখানে তাকে আরও আধাঘণ্টা রেখে মারধর করা হয়।
এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সিমেন্ট দিয়ে তৈরি একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ওই যুবককে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। কিভাবে ভ্যানটি চুরি করা হয়েছে তার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় ওই যুবক নিজেকে নিরপরাধ দাবি করে তাকে মারধর না করার আকুতি করেন।
তাররপরও মারধর থামেনি। আশপাশ থেকে আরও কয়েকজন এসে মারেন কিলঘুষি। কাঁদছিলেন ওই যুবক। তখন তাকে মারধরের দৃশ্য ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন কয়েকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই তরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলছেন, “বাবা-মা হারানোর পর ইকবাল মাদকাসক্ত হয়ে পড়ে। তিনি মানসিক রোগীও। কাজ না পেলে লোকজনের কাছ থেকে টাকা চেয়ে খায়। তবে কোনোদিন চুরি করেছে, এমন রেকর্ড নেই।”
জালাল উদ্দিন দাসপাড়া গ্রামের ওই ভ্যান চালক বলেন, গত শুক্রবার ভবানীগঞ্জ বাজার থেকে তার একটি ভ্যান চুরি হয়েছে। ওই দিন ভ্যানের খোঁজ করতে গিয়ে তার হারিয়ে যাওয়া ভ্যানের যাত্রী হিসেবে ইকবালকে দেখেছেন। তবে চোখের আড়াল হওয়ায় আর ধরতে পারেননি।
তিনি বলেন, “ইকবাল রোববার ভবানীগঞ্জ বাজারে আসে। শুক্রবার চুরি যাওয়া ভ্যানে যাকে দেখেছি তার চেহারার সঙ্গে মিল থাকায় তাকে ধরেছি।” এর আগে তার আরেকটি অটোভ্যান চুরি হয়েছে বলেও জানান জালাল।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, চেহারায় মিল থাকায় চোর সন্দেহে ধরে ওই যুবককে মারধর করেছেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
তিনি বলেন, “ওই যুবক ভ্যান চুরি করেছে এমন কোনো প্রমান পাওয়া যায়নি। এছাড়া সে মানসিকভাবেও অসুস্থ।”