Published : 18 Aug 2024, 11:45 AM
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিনকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে।
এতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে কামাল উদ্দিনের স্ত্রী সেলিনা কামাল বাদী হয়ে রামগড় থানায় মামলাটি করেন বলে শনিবার বিকালে জানিয়েছেন রামগড় থানার ওসি দেব প্রিয় দাস।
মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে রামগড় উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রসহ ৮০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ আরো ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষে পৌরসভার সোনাইপুল বাজারে আসামাত্র উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে কামাল উদ্দিন গুরুত্বর জখম হলে প্রথমে রামগড় হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একমাস চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হন। তবে তিনি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি।
এছাড়া আসামিদের হুমকী ও গুমের ভয়ে দীর্ঘকাল অন্যত্র বসবাস করতে হয়েছে এবং প্রাণভয়ে এতোদিন ন্যায়বিচারের স্বার্থে অভিযোগ করতে বিলম্বিত হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী।