Published : 03 Jul 2025, 02:39 PM
জামালপুরে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান।
দণ্ডিত বছির উদ্দিন (২০) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।
ফজলুল হক বলেন, এক নারীর সঙ্গে বছির উদ্দিনের প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বছির একাধিকবার ধর্ষণ করলে ওই নারী অন্তসত্বা হয়ে পড়েন।
এ ঘটনায় বছিরকে একমাত্র আসামি করে ২০১৫ সালের ২৫ অক্টোবর কশীগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী।
এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি বছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
বিচারক জরিমানার অর্থ ভুক্তভোগী নারীকে প্রদানের আদেশ দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।