Published : 28 May 2025, 02:27 PM
ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মহেশপুরে থানার ওসি শহূদুল ইসলাম জানান।
মৃতরা হলেন- ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (১২) ও তার চাচাত বোন সাথিয়া খাতুন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “স্কুল যাওয়ার আগে আফিয়া তার চাচাত বোন সাথিয়ার সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
“পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের খবর না পেয়ে পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”