Published : 16 Oct 2024, 09:57 PM
মান-সম্মান থাকতে আওয়ামী লীগ ছেড়ে দেওয়ার জন্য দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি বলেছেন, “আওয়ামী লীগের ভাইয়েরা যারা বাংলাদেশে আছেন, আপনাদের যদি মান-সম্মান, ইজ্জত থাকে, তাহলে যারা আওয়ামী লীগ করেন, দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়ে দেন।
“১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা করেছে। আর শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় আত্নসমর্পণ করেছেন। আওয়ামী লীগের ইতিহাস পালানোর ইতিহাস, বিএনপির ইতিহাস বিজয়ের ইতিহাস।”
বুধবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক বলেন, “দেশের জনগণ দ্রুত নির্বাচন চায়। কারণ, দেশের জনগণ ১৬ বছর ধরে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই, দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারে কাছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। আওয়ামী দোসরদের রেখে সংস্কার সম্ভব নয়।”
নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজি রশিদ নওশের, আবু সালেহ চৌধুরী, মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রদল নেতা আব্দুর রউফ ফকির রনি, সিদ্দিকুর রহমান নাহিদ।