Published : 01 Mar 2025, 12:53 AM
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করার সময় ছুরিসহ এক তরুণকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল খিলাল ফ্যাক্টরির সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. নুরুল আফসার।
আটক মো. আনন্দ (১৮) দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দী গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, রাতে খিলাল ফ্যাক্টরির সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলের গতিরোধ করে অন্তত চারজন ছিনতাইকারীর একটি দল।
এসময় দুই আরোহীসহ আরেকটি মোটরসাইকেলটি আসলে ছুরি বের করে ছিনতাইকারীরা। তখন মোটরসাইকেল আরোহীরা চিৎকার শুরু করলে কাছাকাছি থাকা হাইওয়ে পুলিশের একটি টহল দল টের পায়।
এ সময় ছিনতাইকারীরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও একটি বড় ছুরিসহ আনন্দকে আটক করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যায়।
হাইওয়ে থানার কর্মকর্তা আফসার জানান, এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের আটকের চেষ্টা চলছে।