Published : 31 Dec 2015, 12:28 AM
বুধবার রাতে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে আব্দুল মনাফ পান ৯৩২৪ ভোট। ধানের শীষ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু আহমদ পান ৫ হাজার ৬৯১ ভোট।
জগ প্রতীকে নিয়ে স্বতন্ত্রপ্রার্থী শাহ নুরুল করিম পান ১ হাজার ৭১১ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৫৯৮ জন। মোট ১১টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।