Published : 10 Mar 2016, 09:37 PM
নওমালা গ্রামের আমির হোসেনের ছেলে মো. বেল্লাল হোসেন (২৫) গত ২৯ ফেব্রুয়ারি থেকে পটুয়াখালী জেলা কারাগারে বন্দী রয়েছেন।
কারারক্ষী কমল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাউফল থানার একটি মারামারি মামলার ১ নম্বর আসামি হিসেবে নওমালা গ্রামের বেল্লাল হোসেন গত ২৯ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।
“বেল্লাল সেই থেকে কারাগারে রয়েছেন। আগামী ১৬ মার্চ তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা।”
অপরদিকে সোমবার রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ ফকির ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় তা মা অজুফা বেগম বুধবার রাতে বাউফল থানায় বেল্লালসহ ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনকে আসামি করে মামলা করেছেন বলে জানান থানার ওসি আজম মাসুদুজ্জামান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় বেল্লালকে ৩৪ নম্বর আসামি করা হয়েছে।
আশরাফ হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর উল্লাহকে ১ নম্বর আসামি করা হয়েছে বলেও ওসি জানান।